পিরোজপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শহরের পুরাতর বাসস্ট্যান্ডের কাছে একটি খালি ট্রাক দাঁড়িয়ে ছিল। তখন কে বা কারা এসে ওই ট্রাকটিতে আগুন দেয়।
এলাকাবাসী দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান, একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে। আগুনে সামান্য পুড়েছে ট্রাকটি। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
পিরোজপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে কে বা কারা আগুন দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে টহল দিচ্ছে।