জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Slider ফুলজান বিবির বাংলা


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে ৩০০টি আসনের মধ্যে ২২৯টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন।

ভোটারদের মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন এবং নারী রয়েছেন ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৮ জন।

মোট প্রার্থী ১ হাজার ৯৬৯ জন। ২৮টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ২৪টি।

বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছে। তারা নির্বাচনের আগেরদিন ও নির্বাচনের দিন হরতালও ডেকেছে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল বাংলাদেশের নির্বাচন কমিশন। মনোনয়ন জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *