দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশে ৩০০টি আসনের মধ্যে ২২৯টি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১১ কোটি ৯৩ লাখ ৩৩ হাজার ১৫৭ জন।
ভোটারদের মধ্যে পুরুষ রয়েছেন ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯ জন এবং নারী রয়েছেন ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৪৮ জন।
মোট প্রার্থী ১ হাজার ৯৬৯ জন। ২৮টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ২৪টি।
বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলো নির্বাচন বর্জন করেছে। তারা নির্বাচনের আগেরদিন ও নির্বাচনের দিন হরতালও ডেকেছে।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল বাংলাদেশের নির্বাচন কমিশন। মনোনয়ন জমার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।