বগুড়ায় শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Slider বাংলার মুখোমুখি


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রোববার (৭ জানুয়ারি)। প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার (৫ ডিসেম্বর ) সকাল ৮ টায়। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।বগুড়ার বিভিন্ন আসনে প্রার্থীরা সভা-সমাবেশ ও গনসংযোগ করেছেন। বৃহস্পতিবার বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগ জাপা সহ স্বতন্ত্র প্রার্থীরা ভোট চেয়ে লিফলেট বিতরণসহ মিছিল ও সভা করেন। এদিন বেলা ৩ টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সদর আসনে আ’লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য রাগেবুৃল আহসান রিপু।এর আগে সকাল ১০ টায় শহরের গোহাইল রোডে নৌকায় ভোট চেয়ে গনসংযোগ করেন জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র আলহাজ শেখ। বেলা ২ টার দিকে শহরের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির প্রার্থী আজিজ আহমেদ রুবেল লাঙ্গল প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ করেন। এসময় জাপানেতা ফজলে রহিম মঞ্জু, শহিদুর রহমান পশারী মন্টু, লুৎফর রহমান সরকার স্বপন, আব্দুল মজিদ সরকার, হাবিবুর রহমান হাবিব, শহিদুল আলম শহিদ, সামছুর রহমান রতন উপস্থিত ছিলেন।জাপা নেতারা শহরের বিভিন্ন এলাকাসহ এরুলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন। স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ ট্রাক প্রতিকে ভোট চেয়ে শহরের বিভিন্ন মার্কেটে গণসংযোগ করেন।শহরের বিভিন্ন স্থানে তিনি উঠান বৈঠকে বক্তব্য দেন। তার ট্রাক প্রতিকের সমর্থনে পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিনর সরকারের নেতৃত্বে শহরে প্রচার মিছিল ও গনসংযোগ করেন।স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহমেদ মিঠু ঈগল প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন স্থানে গনসংযোগ ও সভা করেছেন। শহরের বৃন্দাবনপাড়া, কলোনী এলাকায় ঈগল প্রতীকে ভোট চেয়ে সভা করেন তিনি।উধল্লেখ্য, এবার বগুড়ার ৭টি সংসদীয় আসনে মোট ভোটার ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১৪ লাখ ২৪ হাজার ৯ জন। পুরুষ ভোটার ১৪ লাখ ৪ হাজার ৩০৯ জন। তাছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৬ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার বেড়েছে ৩ লাখ ২৯ হাজার ৭২০ জন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৭টি আসনে মোট ভোটার ছিল ২৫ লাখ ৪৬ হাজার ৭৮৯ জন। সেই হিসেবে এবার জেলায় ভোটকেন্দ্রও বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *