টঙ্গী( গাজীপুর) প্রতিনিধি: টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন, গাজীপুর-২ ( সদর- টঙ্গী) আসনের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেল।
রবিবার ( ৩১ ডিসেম্বর) সন্ধ্যায় টঙ্গীর গুটিয়া এলাকায় নির্বাচনী গণসংযোগ কালে পথ সভায় তিনি এ অভিযোগ করেন।
জাহিদ আহসান রাসেল বলেন, আজকে আমার নির্বাচনী এলাকায় ষড়যন্ত্র হচ্ছে, ঘৃনিত ভাবে চক্রান্ত হচ্ছে। আমি মনে করি টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা চলছে ।
প্রতিদ্বন্দ্বী আলিম উদ্দিন বুদ্দিন কে উদ্দেশ্য করে তিনি বলেন, যিনি নিজেই ভূমি দস্যুতার সাথে লিপ্ত, মাদকের সাথে লিপ্ত, সন্ত্রাসের সাথে লিপ্ত, তিনি নাকি আবার এগুলো মুক্ত করবে। এ ধরনের খারাপ মানুষের হাত থেকে গাজীপুর ২ আসনকে মুক্ত করতে হলে নৌকায় ভোট দেওয়া ছাড়া কোন বিকল্প নাই। গনসংযোগে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও নৌকার কর্মী সমর্থকা উপস্থিত ছিলেন।