রিজভীকে খুঁজছি, শিগগিরই গ্রেফতার : ডিবিপ্রধান

Slider রাজনীতি


বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে খোঁজা হচ্ছে, শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, যাদের বিরুদ্ধে মামলা ছিল, অনেক বড় বড় নেতাকে আমরা গ্রেফতার করেছি। তিনি অনেকগুলো মামলার আসামিও। অথচ তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন বিরোধী প্রচারণায় জড়িয়েছেন। তিনি রাষ্ট্র ও সংবিধান বিরোধী কথার্বাতা বলছেন। তাকে খোঁজা হচ্ছে। শিগগিরই গ্রেফতার করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, একজন অসুস্থ মানুষ একটু পর পর আন্দোলনের ঘোষণা করেন। একজন অসুস্থ মানুষ কীভাবে এসব আন্দোলনের ঘোষণা করেন? যদি তিনি সত্যিই অসুস্থ থাকেন, তাহলে আদালতে গিয়ে হাজিরা দিতে পারেন। আর কেউ যদি অসুস্থতার ভান করে আদালতে হাজির না হয়, তাহলে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই গ্রেফতার করবে।

সূত্র : বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *