সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

Slider রাজশাহী


মাসুদ রানা সরকার : সিরাজগঞ্জের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় প্রথম দৈনিক কলম সৈনিক পত্রিকায় ‘সিরাজগঞ্জ-৩ আসনে আচরণ বিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থী সুইটের পোস্টারে বঙ্গবন্ধুর ছবি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে পোস্টারে ‘জাতির পিতা বঙ্গবন্ধু’র ছবি ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগান ব্যবহার করায় নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থি হওয়ায় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সাখাওয়াত হোসেন সুইটের ব্যবহৃত সকল পোস্টার অপসারণ ও ব্যবহারের কারণ ব্যাখ্যা চেয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। সেই সাথে মুদ্রিত পোস্টারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই বলেও অভিযোগ করা হয়েছে।গত বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর/২৩, বিকেলে এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪’র রিটার্নিং অফিসার মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।এর আগে গত ২৬ ডিসেম্বর এই নোটিশ জারি করা হয়েছে। নোটিশটির অনুলিপি নির্বাচন কমিশনের সচিব, রাজশাহী বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও তাড়াশ থানার অফিসার ইনচার্জ বরাবর প্রেরণ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।নোটিশে উল্লেখ করা হয়েছে, ৬৪-সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট নির্বাচনের জন্য মুদ্রিত পোস্টারে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগান ব্যবহার করেছেন। এছাড়াও বঙ্গবন্ধুর ছবি সংবলিত কোর্টপিন ব্যবহার করেছেন। সেই সাথে মুদ্রিত পোস্টারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ না থাকায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০০৮ এর বিধি ৭ (৩) এবং ৭ (৮) পরিপন্থি আচরণ করায় উপজেলা নির্বাহী অফিসার তাড়াশ ও সহকারী রিটার্নিং অফিসার একটি প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)’র মধ্যে বর্ণিত বিধিমালা পরিপন্থি পোস্টার অপসারণ করতে স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইটকে নির্দেশ প্রদান করা হয়েছে। সেই সাথে উক্ত বিধিমালা পরিপন্থি কার্যক্রমের জন্য কেন স্বতন্ত্র প্রার্থী সুইটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নির্বাচনী কমিশন বরাবর সুপারিশ করা হবেনা তার ব্যাখ্যা আগামীকাল ২৯ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।প্রকাশ থাকে যে, সিরাজগঞ্জ-৩ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাখাওয়াত হোসেন সুইট একজন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনী আইন অনুযায়ী তিনি তার নিজের ও নির্বাচনী প্রতীক বরাদ্দের পর প্রতীকের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করতে পারেন না। অথচ ঈগল প্রতীক সম্বলিত স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট বঙ্গবন্ধুর ছবি ও আওয়ামী লীগের ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগান ব্যবহার করে পোস্টার ও লিফলেট নির্বাচনী এলাকায় সাটানো ও ভোটারদের মাঝে বিতরণ শুরু করেন। সবশেষে, এসব ঘটনা নিয়ে আরটিভিসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচারিত হলে বিষয়টি সিরাজগঞ্জ জেলা রিটার্নি কর্মকর্তার নজরে আসলে এই নোটিশ জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *