বগুড়ায় প্রায় দেড় লাখ পিস নকল সিগারেট উদ্ধার

রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ডার্বি ব্র্যান্ডের নকল সিগারেট ও সিগারেট তৈরির বিভিন্ন উপাদান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে উপজেলার উথলী গ্রামে একটি ভাড়া বাড়ি থেকে এইসব উদ্ধার করা হয়।বিষয়গুলো নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান। তিনি জানান, শিবগঞ্জের উথলীতে হানিফ মিয়ার বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত জিন্নাহ মিয়া নামে এক ব্যক্তি নকল সিগারেট ও উপাদান মজুদ করে আসছিল। সেগুলো ওই বাড়ির পাশে একটি সিগারেট ফ্যাক্টরিতে বিক্রি করা হতো । প্রায় আড়াইমাস আগে জিন্নাহ ওই বাড়িতে ১ লাখ ৬০ হাজার পিস ডার্বি সিগারেটের সলাকা, স্ট্যাম্পের প্যাকেট, ব্র্যান্ড রোল, কসটেপ ও ফুয়েল পেপার মজুত করেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে হানিফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই মালামালগুলো জব্দ করা হয়। প্রাথমিভাবে জানা গেছে জিন্নাহ কুষ্টিয়া জেলার বাসীন্দা৷ ঘটনার সময় পলাতক থাকায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।বাড়ির মালিক হানিফ মিয়া জানান, বাড়ির একটি কক্ষ গোডাউন হিসেবে ভাড়া নিয়েছিল জিন্নাহ। তাঁর সম্পর্কে বিস্তারিত জানিনা। তবে সিগারেটগুলো বিড়ি ফ্যাক্টরিতে বিক্রি করতেন।এ প্রসঙ্গে ডিবি পুলিশের ইনচার্জ মুস্তাফিজ হাসান বলেন, জিন্নাহকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এছাড়াও ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *