টঙ্গী‌তে নৌকা ও ট্রাক সমর্থক‌দের সংঘর্ষ আহত-৪, উভয় পক্ষের জিডি

Slider বাংলার মুখোমুখি


টঙ্গী (গাজীপু‌র) প্রতি‌নি‌ধি: গাজীপু‌রের টঙ্গী‌তে ট্রাক প্রতী‌কের সমর্থক‌ ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। । এতে উভয় পক্ষের চার জন আহত হয়। এই ঘটনায় দুই পক্ষ থানায় পরস্পরের বিরুদ্ধে জিডি করেছে।

শুক্রবার(২৯ ডিসেম্বর) বেলা আড়াইটা দিকে টঙ্গীর হাজী মাজার ব‌স্তি‌ এলাকায় এঘটনা ঘ‌টে। এসময় উভয়পক্ষের চার সমর্থক আহত হয়। টঙ্গী প‌শ্চিম থানায় পৃথক দুই‌টি সাধারণ ডা‌য়ে‌রি করেছেন উভয়পক্ষ।

এঘটনায় শুক্রবার রাতে টঙ্গী বাজার এলাকায় সংবাদ সম্মেলন করেছেন ৫৭ নম্বর ওয়া‌র্ডের ট্রাক প্রতী‌কের নির্বাচন পরিচালনা ক‌মি‌টির আহবায়ক শেখ মো, নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র রাখী সরকার, আওয়ামী লীগ নেতা আজহার উদ্দিন বেপারী, স্থানীয় যুবলীগ নেতা টুটুল সরকার, জয় সরকার প্রমূখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার জুমার নামা‌জের পর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকরা হাজী মাজার বস্তি এলাকায় নির্বাচনী প্রচারণার লিফ‌লেট বি‌লি কর‌ছিলেন। এসময় আ‌মিনুল ইসলাম স্বপন, ইসমাইল হো‌সেন, খোকন , রু‌বেল, ম‌নির হো‌সেন, ইমান আলী, মো‌মিন ও র‌বিউল ইসলাম বাবু ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক বোরহান উ‌দ্দিন ও নু‌রে আলমের উপর অতর্কিত হামলা চালায়। এসময় বোরহান উ‌দ্দিন ও নু‌রে আলম গুরতর আহত হয়। স্থানীয়রা তা‌দেরকে উদ্ধার করে টঙ্গীর শ‌হীদ আহসান উল্লাহ মাস্টার জেনা‌রেল হাসপাতা‌লে নিয়ে গিয়ে চি‌কিৎসার ব্যাবস্থা করেন। তাদের মধ্যে নু‌রে আল‌মের ডান হাত ভেঙ্গে যায়।

আহত বোরহান উ‌দ্দিন ব‌লেন, আমরা ট্রা‌কের লিফলেট বি‌লি কর‌ছিলাম। প‌রে আ‌মিনুল ইসলাম স্বপন, ম‌নির, ইসমাইল ও খোকনসহ আরও অ‌নে‌কে আমা‌কে ও নু‌রে আলম‌কে মারধর ক‌রে‌ছে। এঘটনায় থানায় জি‌ডি করা হ‌য়ে‌ছে।

ট্রাক প্রতী‌কের সমর্থক মনোয়ারা বেগম ব‌লেন, লিফ‌লেট বি‌লি করার সময় নৌকার লোকজন আমা‌কে ব‌লেন, তু‌মি ট্রা‌কের প্রচারণ কর‌তে পার‌বে না। নৌকার প্রচাররণা কর‌লে ১ হাজার টাকা ক‌রে দেওয়া হ‌বে। না হয় প্রচারণা কর‌তে দেওয়া হ‌বেনা।

অপরদিকে একই ঘটনায় নৌকা সমর্থক আমিনুল ইসলাম স্বপন ব‌লেন, নির্বাচানী পোস্টার লাগা‌নো নি‌য়ে তর্ক বির্তকের এক পর্যায়ে হাতা‌হা‌তি হ‌য়। এসময় আ‌মিসহ দুই‌ জন আহত হ‌য়ে‌ছি। এঘটনায় টঙ্গী প‌শ্চিম থানায় সাধারণ ডা‌য়ে‌রি করা হ‌য়ে‌ছে।

টঙ্গী প‌শিচম থানা ও‌সি মো, সাখাওয়াত হো‌সেন ব‌লেন, এঘটনায় থানায় দুই‌টি জি‌ডি নেওয়া হ‌য়ে‌ছে। বিজ্ঞ আদাল‌তের মাধ‌্যমে বিষয়‌টি তদন্ত ক‌রে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *