আ’লীগের দুই প্রার্থীর বিরুদ্ধে মামলা, একজনকে ইসিতে তলবের সিদ্ধান্ত

Slider ফুলজান বিবির বাংলা


আচরণবিধি ভঙ্গ করায় দুই প্রার্থীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার এ তথ্য জানান।

সোমবার (২৫ ডিসেম্বর) এক প্রার্থীকে তলব এবং অন্য এক প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধান্ত নেবে সংস্থাটি। এই চার প্রার্থীই বর্তমান সংসদ সদস্য।

যুগ্মসচিব জানান, ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি আব্দুল হাই এবং চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। এরমধ্যে আব্দুল হাইয়ের বিরুদ্ধে দুটি ঘটনায় পৃথক পৃথক মামলার সিদ্ধান্ত এসেছে। উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের উনার বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে।

তিনি আরো জানান, মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধেও মামলা করার সিদ্ধান্ত এসেছে। উনার বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ এসেছে। আগামীকাল আইন শাখা থেকে আমাদের জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের উনার বিরুদ্ধে মামলা করার জন্য চিঠি লিখব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *