তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

Slider রংপুর


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।

বৃহস্পতিবার তেঁতুলিয়ার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তথ্য জানায়।

অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া মৃদ্যু শৈত্যপ্রবাহ শীত ঋতুর পৌষ মাসের প্রথম সপ্তাহেও বিরাজ করছে। দু’সপ্তাহজুড়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীতে সাধারণ মানুষের জীবন-জীবিকা থমকে গেছে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো: রোকনুজ্জামান জানান, পঞ্চগড় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ এ মাস-জুড়ে বিরাজমান থাকতে পারে। কারণ গত কয়েক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় নয় থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। রাতের প্রথম ও শেষভাগে পঞ্চগড়ের কোনো কোনো স্থানে ঘন কুয়াশায় পথ-ঘাট ঢাকা থাকছে। দিনে সূর্যের আলোর কিছুটা প্রখরতা দেখা দিলেও শীতের প্রকৌপ কমেনি। যা পৌষের শেষ দিকে আরো বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *