বগুড়ায় নির্বাচনী পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো জেলা

Slider রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে বগুড়া জেলা। প্রার্থীদের প্রচার-প্রচারণা, গণসংযোগ ও মিছিলে মিছিলে নির্বাচনি উৎসব শুরু হয়েছে পুরো জেলাজুড়ে। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে শুরু হয়েছে প্রার্থীদের পোস্টার টাঙানো ও প্রচার-প্রচারণা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জনগণের মধ্যে নির্বাচনি আমেজ বাড়ছে। শহরের বিভিন্ন মোড়ে, চায়ের দোকানে, হোটেল-রেস্টুরেন্টে চলছে ভোটের গল্প। কে কাকে ভোট দেবেন, এ নিয়ে আগে থেকেই একজন আরেকজনের সাথে পরামর্শ করছেন।এদিকে, নির্বাচনকে ঘিরে বগুড়া জেলার ১২টি উপজেলায় দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। জেলার পাড়া-মহল্লায় প্রার্থীদের সাদাকালো বিভিন্ন ডিজাইনের পোস্টার টাঙানো হয়েছে। সংসদ নির্বাচনে আমেজ বইছে বগুড়া জেলার বিভিন্ন উপজেলাগুলোতে। প্রার্থীদের প্রচারণা যেমন জমেছে বেশি, তেমনি পোস্টারের ছড়াছড়ি। শহরের এমন কোনো সড়ক নেই যা রয়েছে পোস্টার ছাড়া। কার চেয়ে কে বেশি পোস্টার লাগাবে-তা নিয়ে যেন চলছে প্রতিযোগিতা।জানা যায়, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে চলছে মাইকিং। এক প্রার্থীর প্রচার গাড়ি যেতে না যেতেই হাজির হচ্ছে আরেক প্রার্থীর প্রচার মাইক। দিন-রাত সমানতালে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। জেলা শহর এবং অন্যান্য উপজেলাগুলোতে পোস্টার-ব্যানার প্রার্থীদের পরিচয় যেমন তুলে ধরছে। তেমনি গ্রাম-গঞ্জেও নির্বাচনের আবহ সৃষ্টি করেছে। প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে বগুড়া-৬ সদর আসনে প্রধান সড়কসহ প্রতিটি অলিগলিতে পোস্টার-ব্যানার লাগানো শুরু হয়েছে।ভোটাররা বলছেন, পোস্টারে থাকা অনেক প্রার্থীই ভোটারদের কাছে অপরিচিত। ছবিতেই তাদের প্রথম দেখা যাচ্ছে। তবে পোস্টার-ব্যানার নয়, যোগ্য প্রার্থী দেখেই এবার তারা ভোট দেবেন।বগুড়া সদরের দোবাড়িয়া গ্রামের ভোটার মো. আমিনুর জানান, অন্য নির্বাচনের চেয়ে এ নির্বাচনটা অনেক জমে উঠেছে। পুরো শহর পোস্টারে ছেয়ে গেছে। অপেক্ষায় আছি কখন ৭ তারিখ আসবে। নিজের পছন্দের প্রার্থীকে ও যোগ্য ব্যক্তি দেখে ভোট দেব।বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম জানান, নির্বাচনি পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। সেইসঙ্গে নির্বাচনি বিধি মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সকল প্রার্থীদের নির্বাচনি আচরণবিধি মেনে চলার জন্য বলা হয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *