কাপাসিয়ায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

Slider ফুলজান বিবির বাংলা


কাপাসিয়া ( গাজীপুর): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনের নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম।

আজ বুধবার সকাল ৯ টায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী জানান কাপাসিয়া উপজেলা ১২২ জন প্রিজাইডিং অফিসা ৬০৪ জন পুলিং অফিসার ১২০৮ জন। ২০ ও ২১ ডিসেম্বর প্রশিক্ষণ হয় । মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জন।

উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার কাজী শফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ- এসপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ ছানোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ ফয়েজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.মাহাবুবুর রহমান, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু বকর মিয়াসহ অন্যান্য কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *