বাংলাদেশের ছুড়ে দেয়া ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটির ঝড়ো ব্যাটিংয়ে ভালো সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা। এই জুটির ৭৬ রান সংগ্রহের পর প্রথম উইকেটের পতন হয়। রাচিন রবিন্দ্র অর্ধশত পূরণ করার ৫ রান আগেই সাজঘরে ফেরান হাসান মাহমুমদ। সাতটি বাউন্ডারি ও একটি ছক্কা দিয়ে ৪৫ রানের ইনিংস সাজান তিনি।
ওপর ওপেনার উইল ইয়াং দুর্দান্ত ব্যাটিংয়ে অর্ধশতক করেছেন। ৫১ বলে ৮টি বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করেন তিনি। এখন তার সঙ্গী হয়ে ক্রিজে আছেন হেনরি নিকোলাস। তার সংগ্রহ ২০ বলে ১২ রান।
নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ১১০ রান।
এর আগে বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টায় টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে হেরে বিপদে থাকা বাংলাদেশ ফিরতে চায় সমতায়।
সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৯১ রান করে বাংলাদেশ।
১৬৯ রানের ইনিংসে ১৫১ বলে ২২টি চার আর ২টি ছক্কা হাকান তিনি।
সৌম্য ছাড়া আর বলার মতো রান করেছেন মুশফিকুর রহীম। তিনি করেছেন ৪৫ রান। এছাড়া মিরাজ করেছেন ১৯ রান।
নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং উইলিয়াম ও রক ৩টি করে উইকেট নিয়েছেন।