তেজগাঁওয়ে ট্রেনে আগুন, ৪ লাশ উদ্ধার

Slider জাতীয়


রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের কাছে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। এতে তিনটি কোচ পুড়ে গেছে। ভোর ৫টায় এ ঘটনা ঘটনা। এখন পর্যন্ত চারটি লাশ উদ্ধার করা হয়েছে। আগুন নেভানোর পর ট্রেনটিকে কমলাপুর রেল স্টেশনে নিয়ে আসা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রেনের একটি বগি থেকেই চারজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে ট্রেনটিতে আগুন দেখতে পান তারা। আগুনে চারজন মারা গেছে। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজ-সংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারসহ বেশ কয়েকজন আহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *