গাজীপুর: গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের তিনজন স্বতন্ত্র প্রার্থী নিয়ে সমাবেশ করেছেন গাজীপুর সিটিকরপোরেশনের সাবেক মেয়র জাহঙ্গীর আলম। সমাবেশে তিনি বলেছেন, ১৫ বছরের অত্যাচার নির্যাতনের জবাব ব্যালটের মাধ্যমে দেয়া হবে।
আজ সোমবার বেলা ১২টার দিকে গাজীপুর রাজবাড়ি মাঠে প্রার্থীদের প্রতীক পাওয়ার পর এক সমাবেশে করেন জাহাঙ্গীর আলম।
সমাবেশে গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন ও গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামান জাহাঙ্গীরের সাথে উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম বলেন, গাজীপুরে ১৫ বছরে তিনজন মন্ত্রী ছিলেন। তারা অত্যাচার নির্যাতন করেছেন কোন কাজ করেননি। ব্যালটের মাধ্যমে তার জবাব দিতে হবে। তিনি তিন স্বতন্ত্র প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ৭ জানুয়ারী সকলকে স্বতন্ত্র প্রার্থীদের ভোট দিয়ে জনতার রায় প্রমান করতে হবে। গার্মেন্টস শিল্পের ২৪ লাখ শ্রমিক কেন্দ্র পাহারা দিবে বলে উল্লেখ করেন জাহাঙ্গীর আলম। সমাবেশে তিন জন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সাথে থেকে নির্বাচন ও নিবৃাচিত হলে জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানান।