মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃবগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামীলীগ ৩টি আসন থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহার করেছে। ছেড়ে দেওয়া তিনটি আসনে শরিক দল জাতীয় পার্টি ২ টিতে এবং জাসদের প্রার্থী ১টি আসনে নির্বাচন করবেন।গত রোববার,১৭ ডিসেম্বর/২০২৩, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন বগুড়ার ৭ টি আসনে ১১ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছে। এর মধ্যে জাকের পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোয় বগুড়ায় তাদের ৬ প্রার্থীই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আওয়ামীলীগ বগুড়া-২, বগুড়া-৩ এবং বগুড়া-৪ আসন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার ৭টি আসনের বিপরীতে ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেন। এর মধ্যে যাচাই বাছাই শেষে জেলা রির্টানিং অফিসার ৬০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। বাছাইয়ে বাদপড়া ২৯ জনের অনেকে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।তার পর দেখা গেল যে,গত রোববার,১৭ ডিসেম্বর/২০২৩-এ ১১ জন প্রত্যাহার করায় সব মিলিয়ে বগুড়ার ৭টি আসনে এখন বৈধপ্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ জনে।এই দিন, যারা প্রার্থিতা প্রত্যাহার করেছে তাদের মধ্যে রয়েছে বগুড়া-১ (সোনাতলা ও সারিয়াকান্দি) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রহমান, বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামীলীগের তৌহিদুর রহমান মানিক ও জাকের পার্টির মোঃ আজগর আলী ফকির, বগুড়া-৩( দুপচাঁচিয়া ও আদমদিঘী) সংসদীয় আসনে জাকের পার্টির মোঃ গোলাম মোস্তফা ও আওয়ামীলীগের মোঃ সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) সংসদীয় আসনে জাকের পার্টির মোঃ আব্দুর রশিদ সরদার ও আওয়ামীলীগের মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) সংসদীয় আসনে জাকের পার্টির মাসুম রানা (ওয়াসীম), বগুড়া-৬ (সদর) আসনে জাকের পার্টির মোহাম্মাদ ফয়সাল বিন শফিক এবং বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর) সংসদীয় আসনে জাকের পার্টির মোঃ নজির মাহমুদ (রতন) ও স্বতন্ত্র প্রার্থী মোঃ ফারুক আহম্মেদ।