গাজীপুর : গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গাজীপুর সিটিকরপোরেশনের বিএনপি দলীয় কাউন্সিলর সহ সাত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান জিএমপি কমিশনার মাহবুব আলম।
সাংবাদিক সম্মেলনে গাজীপুরের জেলা প্রশাসক, মহানগর ও জেলা পুলিশ, পিবিআই ও রেলওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, নেত্রকোনা জেলার মদন থানার বারৈ বাজার গ্রামের ইসলামের মেয়ে জান্নাতুল ইসলাম(২৩), ময়মনসিংহ জেলার ভালুকা থানার বান্দিয়া গ্রামের তাইজ উদ্দিনের ছেলে মেহেদী হাসান(২৫), গাজীপুর শহরের রাজবাড়ী এলাকার মৃত বিল্লাল হোসেন ভুইয়ার ছেলে ও গাজীপুর সিটিকরপোরেশনের বিএনপি দলীয় ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভুইয়া(৫০), গাজীপুর শহরের ২৮ নম্বর ওয়ার্ডের তারিকুল ইসলাম দিপুর ছেলে জুলকার নাইম আশরাফী হৃদয় (৩৫), একই এলাকার উত্তর ছায়াবীথির সোলায়মান মোড়লের ছেলে শাহানুর আলম(৫৩), গাজীপুর সদর থানার কানাইয়া পূর্ব পাড়া গ্রামের মৃত ওমেদ আলী মোল্লার ছেলে মো: সাইদুল ইসলাম(৩২) ও গাজীপুর শহরের মধ্য ছায়াবীথির আফতাব উদ্দিনের ছেলে সোহেল রানা(৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকলেই বিএনপি অংগ সংগঠনের নেতা।
চলতি মাসের ১৩ তারিখ ভোর চারটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখুড়িয়া গ্রামে চিলাই ব্রিজের পাশে দুষ্কৃতকারীরা ঢাকা-ময়মনসিংহ রুটের রেললাইন কেটে ফেললে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ সাতটি বগি লাইনচ্যুত হয়। এতে একজন যাত্রী নিহত ও ট্রেনের দুই জন চালক সহ ১২ জন আহত হয়। এই ঘটনায় রেল কর্তৃপক্ষ অজ্ঞাত নামা আসামী উল্লেখ করে একটি মামলা করে।