বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গাজীপুরের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

গ্রাম বাংলা


গাজীপুর: বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গাজীপুর মহানগর কমিটি ও মেট্রো থানার উদ্যোগে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ শনিবার সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন,কুইজ,রচনা প্রতি যোগিতার আয়োজন করা হয়।

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

আলোসভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ গাজীপুর মহানগরের আহ্বায়ক ডাঃ কমর উদ্দিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কানিছুর রহমান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, গাজীপুর মহানগর কমিটির সদস্য সচিব আহম্মেদুল কবীর অরুণ , গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুন্নেসা লতা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদে গাজীপুর মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন সিকদার ও মোঃ সুজন,বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদে, গাজীপুর মহানগর কমিটির,মোঃ সিরাজুল ইসলাম। সভা পরিচালনা করেন বিজয় দিবস উৎযাপন কমিটির আহ্বায়ক এডভোকেট বিপ্লব মজুমদার। বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *