রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

Slider জাতীয়

Train_accident_sm_279653063ঢাকা: রাজধানীর পৃথক স্থানে আধাঘণ্টার ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তেজগাঁও ও মহাখালী রেললাইনে এ দু’টি দুর্ঘটনা ঘটে। দু’টি দুর্ঘটনারই সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ। তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে ৩০০ গজ উত্তরের একটি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়। এর আধা ঘণ্টা পর বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাতপরিচয় (৪০) আরেক ব্যক্তির। তিনি কাটা পড়েন ঢাকার কমলাপুর থেকে জামালপুরগামী ট্রেনের চাকায়। ময়নাতদন্তের জন্য দু’টি মরদেহই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *