গ্রাম বাংলা ডেস্ক: শনিবার বিকালে গাজীপুরের একটি রেষ্টুরেন্টে“নদী নীতি ও নদী আইন শীর্ষক” আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।
সভায় সভাপত্বি করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন জাতিসংঘ পানি প্রবাহ কনভেন বাস্তবায়ন আন্দোলনের সমন্ময়কারী এ্যাড. হাসানত কাইয়ুম।
আরো বক্তব্য রাখেন নদী বাঁচাও আন্দোলনের সহসভাপতি এ্যাড. খন্দকার আমিনুল হক টুটুল, সংগঠনের যুগ্ম সম্পাদক ডা. বোরহান উদ্দিন অরন্য,আব্দুল্লাহ আল মামুন সংঘঠনের অর্থ সম্পাদক এড.আনোয়ার হোসেন, জিদ্দা ইন্টা: স্কুল এন্ড কলেজ অধ্যাপক মো: ফিরোজ আলম, সংঘঠনের হাওড় বাওর বিষয়ক সমন্ময়কারী মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, হাতমারা কলেজের অধ্যাপক মো: শফিকুল ইসলাম সংঘ, জীববৈচিত্র বিষয়ক সমন্ময়কারী মো: সারোয়ার আহাম্মেদ, প্রচার সম্পাদক, মো: কালিমুল্যা, সহ অর্থ সম্পাদক মো: মোকলেছুর রহমান, গাজীপুর জেলা শাখার সভাপতি একে এম সিরাজুল ইলাম ও সাধারণ সম্পাদক মো তাজুল ইসলাম,গাজীপুর মহানগর সভাপতি মো: মোসলেহ উদ্দিন ও সাধারণ সম্পাদক মো রফিকুল আলম, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মোক্তাদির হোসেন মন্টু ও সহ সভাপতি জুয়েল আলম সহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।