বিএনপি নেতা তরিকুলের চার মামলায় জামিন

Slider জাতীয় রাজনীতি

torikul_sm_592374933যশোর: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৪ মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে নাশকতা, মারামারি, বিস্ফোরকসহ পৃথক চারটি মামলায় যশোর সদর আমলী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম জামিন মঞ্জুর করেন। যশোর কোর্ট পুলিশের পরিদর্শক রেজাউল হোসেন বিষয়টিনিশ্চিত করেছেন। তিনি জানান, হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনের শেষ দিন বৃহস্পতিবার আদালতের নির্দেশে নিম্ন আদালতে হাজির হলে বিচারক পৃথক চারটি মামলায় জামিন মঞ্জুর করেছেন। যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক বলেন, হাইকোর্ট তরিকুল ইসলামকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করলে রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের জন্য আপিল করে। পরবর্তীতে হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ তরিকুল ইসলামের চার সপ্তাহের জামিন বহাল রাখার পাশাপাশি নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দেয়। হাইকোর্টের নির্দেশ মতে জামিনের শেষ দিন বৃহস্পতিবার তরিকুল ইসলাম জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, ০৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে ২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতা, অগ্নিসংযোগ, বিস্ফোরক ও মারামারির অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথকভাবে দায়ের করা চারটি মামলায় (মামলা নং জিআর- ১৫, ১৬ এবং ৮০,৮১) তরিকুল ইসলাম এজাহারভুক্ত আসামি। এসব মামলার কারণে দীর্ঘদিন দিন পলাতক ছিলেন তিনি। পরবর্তীতে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন পেয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা শেষে চলতি সপ্তাহে তিনি যশোর ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *