বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ চিকিৎসার জন্য দিল্লি যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে গেলে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হাফিজ উদ্দিন আহমেদকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বুধবার ভারতের ফোরর্টিস হাসপাতালে অস্ত্রোপচারের সূচি ছিল মেজর হাফিজের। তবে বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত দেয়া হয়েছে।
এ বিষয়ে হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, দুপুরের দিকে স্ত্রীকে সাথে নিয়ে বিমানবন্দরে গেলে মালামাল উড়োজাহাজে তুলে নেয়া হয়। ইমিগ্রেশন পুলিশ অপেক্ষা করতে বলে। পরে জানানো হয়, আমি দেশের বাইরে যেতে পারব না। এরপর বাসায় ফিরে আসি।