বগুড়া জেলার ধুনটে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়ার ধুনটে তিন দিনব্যাপী ৪৫তম ইজতেমা শুরু হয়েছে৷ গত বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর/২৩,ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ ইজতেমা শুরু হয়।উদ্বোধনী বয়ান পেশ করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বী হযরত মাওলানা মুফতি রেজাউল করিম। ইজতেমা ময়দান হাজার হাজার মুসল্লির আগমন ঘটছে। ইজতেমা মাঠের আশপাশের এলাকায় শীতের পোশাক, খাবারের দোকান ও কাঁচা বাজারের ব্যবস্থা রয়েছে।ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, অন্যান্য বছরের মতো এবারও কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা ছাড়াও সৌদি আরব, শ্রীলংকা, মালেয়শিয়ার মুসল্লিরা ইজতেমায় যোগ দিয়েছেন। আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ইজতেমা ময়দানের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইজতেমা স্থলে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা রয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার ও ফায়ার সার্ভিস কর্মীরাও নিয়োজিত রয়েছেন। ইজতেমা স্থলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল টিম কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *