গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় কৃষকের বসত ঘরসহ ৩ গরুটি পুড়ে গেছে।
উপজেলার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামে দিগদার বাড়ির কলা ব্যবসায়ী মো. আইন উদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ ৮ ডিসেম্বর সকাল ৬ টায় কাপাসিয়া বারিষাব ইউনিয়ন কুশদি ৮ নং ওয়ার্ড মেম্বার মো. দুলাল মিয়া এ তথ্য জানান।
তিনি বলেন, কাপাসিয়ার কুশদী বারিষাব এলাকায় রাত ১ টার দিকে আমি খবর পাইছি। আমি যাওয়ার আগেই আকস্মিক অগ্নিকান্ডে একটি ঘর এবং ৩টি গরু ও ১টি বাছুর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১:৩০ ঘটিকার সময় অগ্নিকান্ডের সুত্রপাত হয়। রাত বাড়তে থাকে আগুণ ভয়াবহতা তীব্র হয়। আশ পাশে আগুন নিভানোর তেমন কিছু ছিলোনা। এ সময় একটি ঘর ভস্মীভূত হয়েছে এবং ৩ টি বড় গরু ও একটি ছোট বাছুর পুড়ে মারা যায়।
কাপাসিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসিবুল ইসলাম বলেন, আমাদেরকে কেও জানায়নি।
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান বলেন, আমি ক্ষতিগ্রস্থ কৃষকের পরিবারে আর্থিক সহযোগিতার চেষ্টা করবো। তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাব।