দুবাইয়ে ২১৫ কোটি টাকা পাচার: অনুসন্ধানে দুদক

Slider জাতীয়

ACC_logo_banglanews24_900094650
ঢাকা: ঢাকার মিটফোর্ডে রসায়নিক পণ্য ও খাদ্য আমদানিকারক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমদানির নামে ২১৫ কোটি টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ আমলে নিয়ে বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

দুদকে আসা অভিযোগে উল্লেখ রয়েছে, পুরান ঢাকার মিটফোর্ড এলাকার রাসায়নিক পণ্য ও খাদ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ফয়েজ উদ্দিন অ্যান্ড কোম্পানি অন্যদের যোগসাজশে ভুয়া পণ্য আমাদানি দেখিয়ে তিনটি ব্যাংকের মাধ্যমে দুবাইয়ে প্রায় ২১৫ কোটি টাকা পাচার করেছে। অভিযোগকারীর পক্ষ থেকে দুদককে এ বিষয়ে বেশ কিছু তথ্যও দেওয়া হয়েছে।

অভিযোগ অনুসন্ধানে দুদকের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডলকে অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ-পরিচালক ঋত্বিক সাহাকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *