প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি নির্বাচনে না আসার কারণে ভোটার কিছুটা কম হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক ও সুষ্ঠু ভোট হবে বলেও দাবি করেন তিনি।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দুই দিনের সফরে রংপুর এসে মহানগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
টিপু মুনশি বলেন, এই নির্বাচনে আমার আসনে জাতীয় পার্টি মাঠে থাকলে নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে কাজ করতে পারবে। তা না হলে নেতাকর্মীদের মন ভেঙে যাবে।
এ সময় জাতীয় পার্টি মনোনীত মোস্তফা সেলিম বেঙ্গল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দুর্বল বলেও মন্তব্য করেন টিপু মুনশি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ।
এর আগে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত টিপু মুনশি নির্বাচনের কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার জন্য ঢাকা থেকে রংপুর আসেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) অপু মুন্সি মেমোরিয়াল ট্রাস্ট জেনারেল ও ক্যানসার হাসপাতাল এবং বাজার পর্যবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।