বগুড়া-৭ আসনে ১২জনের মনোনয়নপত্র বাতিল বৈধ ১৩জন

Slider রাজশাহী

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ বগুড়া-৭(গাবতলী-শাজাহানপুর) আসনে ১২জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল সোমবার,৪ ডিসেম্বর /২০২৩, মনোনয়নপত্র যাচাই-বাছাই এর শেষদিনে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিভিন্ন ত্রুটির কারণে ১২জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বাতিলকৃত প্রার্থীরা হলেন, রাকিব হাসান, নজরুল ইসলাম মিলন, আতাউর রহমান রানু, আমজাদ হোসেন, আমিনুল ইসলাম, আসাফুদৌল্লা সরকার, ছারোয়ার হোসেন, জহুরুল ইসলাম, জুলফিকার আলী, মানিকুর রহমান, মেজবাউল আলম ও মোস্তফিজার রহমান মিলু। এদের মধ্যে রাকিব হাসান (জাতীয় পার্টি জেপি) দলীয় প্রার্থী লিখলেও তার দলীয় মনোনয়ন সঠিক না হওয়ায় তা বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলাম ঋণ খেলাপী ও ১%তালিকায় গড়মিল থাকার অভিযোগে তাকে বাতিল হয়। এছাড়াও অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদেরও ১%তালিকায় গড়মিল থাকার অভিযোগে বাতিল হয়। এদের মধ্যে মিলু ও আমিনুল ইসলামের ১%তালিকার পাশাপাশি মুসক বকেয়া রয়েছে। এদিকে গুরুত্বপূর্ণ এ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ এখন বৈধ প্রার্থী রয়েছেন ১৩জন। বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মোস্তফা আলম নান্নু, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এটিএম আমিনুল ইসলাম সরকার পিন্টু, স্বতন্ত্র রেজাউল করিম বাবলু, এনামুল হক (মুক্তিজোট), স্বতন্ত্র সরকার বাদল, নজরুল ইসলাম, ফজলুল হক (এনপিপি), মেহেরুল আলম মিশু (বাংলাদেশ কংগ্রেস), মোঃ রনি (বিএনএম), আব্দুর রাজ্জাক (জাসদ), আব্দুল মজিদ (জেপি), নাজির মাহমুদ রতন (জাকের পার্টি) ও স্বতন্ত্র ফারুক আহম্মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *