গাজীপুর: গাজীপুর-৪( কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মনোনয়নপত্র ঋণ খেলাপির অভিযোগে বাতিল করা হয়েছে। তিনি আওয়ামীলীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমির ফুফাত ভাই। একই কারনে গাজীপুর -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন স্বপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই নিয়ে বর্তমানে গাজীপুরের পাঁচটি আসনে মোট প্রার্থীর সংখ্যা ৪১জন।
সোমবার( ৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় গাজীপুর জেলা রিটার্নিং অফিসার এই সিদ্ধান্ত দেন।
তবে আলম আহমেদের দাবী, তার ঋণ পরিশোধ আছে। পরিশোধের লিখিত কপি দেয়া হলেও তা গ্রহন করা হয়নি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। গতকাল গাজীপুরের এক থেকে তিন আসন পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন বাছাই হয়। আজ গাজীপুরের বাকী দুই আসন চার ও পাঁচের মনোনয়ন যাচাই- বাছাইয়ের দিন। গাজীপুরের পাঁচটি আসনে মোট ৪৪ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। এরমধ্যে ৪১ জনের মনোনয়নপত্র চূড়ান্ত করে রিটার্নিং অফিসার
গাজীপুরের পাঁচটি আসনের মধ্যে বর্তমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, গাজীপুর -১ আসনে ৮জন, গাজীপুর -২ আসনে ১০জন, গাজীপুর -৩ আসনে ৮জন, গাজীপুর -৪ আসনে ৭জন ও গাজীপুর -৫ আসনে ৮জন।