রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) মনোনয়ন যাচাই-বাছাইয়ে তার মনোনয়ন বাতিল করেন রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ।
জানা গেছে, দল থেকে মনোনয়ন না পাওয়ায় চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে মনোনয়নপত্র জমা দেয়ার সময় নিজের আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। কিন্তু ভুয়া স্বাক্ষরের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৩ হাজার ১২৭ জন। এ হিসাবে মাহিয়া মাহি চার হাজার ৮৩ জন সমর্থনকারী স্বাক্ষর জমা দেয়। এর মধ্য থেকে ১০ জনের তথ্য যাচাই-বাছাই করে তিনজনের তথ্যে হের-ফের পাওয়া গেছে।
মাহিয়া মাহি বলেন, ‘শুনেছি আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করব।’