যে জাতি বীরের হিসেবে পরিচিত ছিল ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর ঘাতকের জাতি হিসেবে পরিচয় লাভ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে আবহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছোট ভাই শেখ কামালের জন্মদিনে আবেগ-আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সে ছিল আমার খেলার সঙ্গী। আমার চেয়ে মাত্র দুই বছরের ছোট ছিলো। ৭৫-এর ১৫ই আগস্ট ঘাতকরা তাকেও নির্মমভাবে হত্যা করলো। কামাল বেঁচে থাকলে জাতিকে অনেক কিছুই দিতে পারতো বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি আরও বলেন, তবে সব ক্ষেত্রে বাঙালি জাতি এগিয়ে যেতে পারে সে লক্ষ্য নিয়ে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। দেশ স্বাধীনের পর থেকেই তরুণদের উন্নয়নে কাজ শুরু করেছিলেন শেখ কামাল। আমাদের সরকারও সে লক্ষে কাজ করে যাচ্ছে