খালেদার রিট খারিজ

Slider জাতীয়

86514_khaleda

গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা দুটি রিট আবেদন চূড়ান্ত শুনানি শেষে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় ঘোষণা করে। এরফলে খালেদা জিয়ার বিরুদ্ধে এখন মামলা দুটির বিচার কার্যক্রম চলতে আর কোন বাধা নেই। রায়ের কপি পাওয়ার দু মাসের মধ্যে খালেদা জিয়াকে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়া হয়েছে।
খালেদা জিয়া ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে ২০০৭ সালের ২রা সেপ্টেম্বর মতিঝিল থানায় এ মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার অভিযোগে বলা হয়, চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের কনটেইনার টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য মেসার্স গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানি লিমিটেডকে (গ্যাটকো) ঠিকাদার নিয়োগ দিয়ে রাষ্ট্রের কমপক্ষে এক হাজার কোটি টাকা ক্ষতি করা হয়। মামলাটির অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে খালেদা জিয়া রিট আবেদন দায়ের করলে ২০০৮ সালের ১৫ই জুলাই হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করেন এবং মামলাটি কেন বাতিলের নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করেন। এ ছাড়া মামলা জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৭ সালে আলাদা একটি রিট আবেদন করা হয়। হাইকোর্ট এ বিষয়েও রুল জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *