গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকায় নৌকা ভ্রমনে গিয়ে তূরাগ নদীতে ডুবে যাওয়া স্কুল ছাত্র ইমন আহম্মেদ (১৫) এর লাশ উদ্ধার হয়েছে।
বুধবার(০৪ আগষ্ট) সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার হয়।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে। নিহত ইমন আহম্মেদ কালিয়াকৈরের সুরিচালা এলাকার দারগ আলীর ছেলে। সে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের ৮ম শ্রেনীর ছাত্র ছিলো।
সংবাদের সত্যতা নিশ্চিত করে নিহত ইমনের চাচাতো ভাই ওবায়দুল হক জানান, সোমবার সকালে কালিয়াকৈরের সুরিচালা এলাকা থেকে বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে নৌকা ভ্রমনে যায় ইমন আহম্মেদ। স্যালো নৌকাটি তুরাগ নদীর গলাচিপা এলাকায় পৌঁছলে ইমন হঠাৎ নৌকা থেকে নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। ইমনকে তার বন্ধুরা নদীর পানিতে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুপুর পর্যন্ত ইমনকে নদীর পানিতে খুঁজে ব্যর্থ হয়। পরে টঙ্গীর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ তুরাগ নদীতে টানা ২দিন উদ্ধার অভিযান চালালেও ইমনকে উদ্ধার করতে পারেনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান লাশ উদ্ধারের খবর শুনছি।