এবার সামরিক বন্দীদের নিয়ে আলোচনার ঘোষণা দিয়েছে উপসাগরীয় দেশ কাতার। মঙ্গলবার (২৮ নভেম্বর) ইসরাইলভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘এখন তো বেসামরিক বন্দীদের বিষয়ে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এরপর সামরিক বন্দীদের বিষয়ে আলোচনা শুরু হবে।’
ইসরাইল-হামাস বন্দী বিনিময়ে কাতারের ভূমিকা উল্লেখ করে আল আনসারি বলেন, ‘কাতার বন্দী বিনিময়ে উভয় পক্ষের সাথে আলোচনা অব্যাহত রেখেছে। উভয় পক্ষ আজ ও আগামীকাল আরো দু’দিন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সে হিসেবে দুই পক্ষেরই ২০ জন করে বন্দী মুক্তি পাবে। এই মুহূর্তে এর বেশি বন্দীর মুক্তি নিশ্চিত করা যাচ্ছে না।’
তিনি আরো বলেন, কাতার উভয় পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত করানোর জন্য সকল আঞ্চলিক প্রচেষ্টাকে অব্যাহত রেখেছে।
আল-আনসারি যোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বিষয়ে যৌথ বার্তা দেয়ার জন্য আরব দেশগুলোর মধ্যে চলমান সমন্বয় রয়েছে।
সূত্র : টাইমস অফ ইসরাইল