বগুড়া জেলার ” নামুজা ফাযিল মাদ্রাসায়”- আলিম পরীক্ষায় পাসের হাড় শতভাগ

Slider গ্রাম বাংলা


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি :বারের এইচএসসি ও আলিম পরীক্ষায় নামুজা ফাযিল মাদ্রাসায় পাসের হাড় শতভাগ শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ প্রকাশ। জানা যায়, বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী নামুজা এসএসআই ফাযিল ডিগ্রি মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীর সংখ্যা ২০জন। পাস করেছে ২০জন। পাসের হাড় শতভাগ হওয়ায় শিক্ষানুরাগীদের মধ্যে সন্তোষ প্রকাশ। অপরদিকে নামুজা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৫৪ জন, পাস করেছেন ১৪১ জন, এ প্লাস প্রাপ্ত ৪ জন, অকৃতকার্য হয়েছেন ১৩ জন, পাসের হার ৯২.২০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *