ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলংকার এয়ার লাইন্সের একটি ফ্লাইটে আজ সোমবার সকালে ঢাকায় ফিরেছেন। বিমান বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। সকাল প্রায় সাড়ে ১১টায় বিমানটি শাহজালাল বিমান বন্দরে বিমানটি অবতরন করে। পরে আনুষ্ঠানিকতা শেষে বিমান বন্দর ত্যাগ করেন তিনি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটটি সোমবার (২৭ নভেম্বর) কলম্বো থেকে সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা করেন। বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করেন। এর আগে গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে পিটার হাস ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে যাত্রা করেন। ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে অবহিত করেছিলেন তিনি। সে জন্যই ২ নভেম্বর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন হাস। পিটার হাস ছুটিতে থাকাকালীন হেলেন লাফার্ভ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।