গাজীপুর: গাজীপুরে বিএনপি’র কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে ২ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত।
আজ সোমবার ( ২৭ নভেম্বর) দুপুরে গাজীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট -৪ আদালতে এ আদেশ দেওয়া হয়েছে।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান আইনজীবী ও গাজীপুর বারের সাবেক সভাপতি ড. মোহাম্মদ সহিদ উজ জামান রিমান্ড এর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন, আদালতের বিচারক জোবায়দা নাসরিন বর্ণা ২ দিনের রিমান্ড মন্জুর করেছেন।
আদালত প্রাঙ্গনে ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু’র স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করলে জানান , আমরা কোন কথা বলতে চাই না। কথা বললে আমাদেরও বিপদ হতে পারে।
এদিকে গাজীপুর আদালতের কোর্ট হাজত খানার সামনে গিয়ে দেখা যায়, বাচ্চুকে হাজত খানায় আনার পর অসংখ্য মানুষ তাকে দেখতে ভীড় করছে।
গাজীপুরের র্যাব-১ মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন, (কমান্ডার, র্যাব-০১ স্পেশালাইজড কোম্পানি) জামান, গত শুক্রবার ( ২৪ নভেম্বর) দুপুর ২ টায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, গাজীপুর জেলার শ্রীপুরে গাড়ীতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার প্রধান আসামী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু(৫৭)’কে গাজীপুর জেলার ধীরাশ্রম এলাকা থেকে গ্রেফতার করা হয়।