বেনাপোল (যশোর): বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার রুপি পাওয়া গেছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৫টার দিকে বেনাপোল সীমান্তের বড় আঁচড়ার আবু সামের মোড় থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে। আটক ভারতীয় নাগরিকরা হলেন- ভারতের নদীয়া জেলার চাকদহ থানাধীন নাইকেলডাঙ্গা গ্রামের মৃত ছয়রুদ্দিন ছেলে জয়নাল (৩২) ও রসুলপুর গ্রামের সাহেব আলীর ছেলে রাজু (১৯)। ২৬ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, ভারতীয় দুই নাগরিক রুপিসহ অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় বড় আঁচড়ার আবু সামের মোড় থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। আটকদের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান নায়েব সুবেদার জালাল উদ্দিন।