শুরুতেই অস্ট্রেলিয়াকে চেপে ধরার চেষ্টা করছে ভারত। পাঁচ ওভারের আগেই দ্বিতীয় উইকেটের দেখা পেয়ে গেছে রোহিত শর্মরা। মিচেল মার্শকে ফিরিয়ে দ্বিতীয় উপলক্ষ এনে দিয়েছেন বুমরাহ। সেই সাথে স্বল্প লক্ষ্য নিয়েও ধীরে ধীরে ম্যাচের আধিপত্য পেয়ে যাচ্ছে স্বাগতিকরা।
দ্বিতীয় ওভারেই দলের সেরা পারফর্মার ডেভিড ওয়ার্নারের উইকেট হারানোর পর ইনিংস এগিয়ে নেয়ার দায়িত্বটা ছিল মার্শের কাঁধে। তবে তাকে থিতু হতে দিলেন না বুমরাহ। ৪.৩ ওভারে উইকেট কিপারের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন তাকে।
মিচেল মার্শ আউট হন ১৫ বলে ১৫ রান করে। ডেভিড ওয়ার্নার ৩ বলে ৭ রান করে শিকার হন মোহাম্মদ শামির।
১৩ বলে ৯ রান নিয়ে মাঠে আছেন ট্রাভিস হেড। সাথে আছেন স্মিথ।
শিরোপা নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৪১ রান। ৬ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৪২ রান। এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে অজিদের। তবে লক্ষ্যটা কঠিন হতে শুরু করেছে।