ঢাকা: চলন্ত ট্রেনের নিচে চাপা পড়তে যাওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় দুই পা ও মাথায় গুরুতর আঘাত পেয়ে সুমন (৪০) নামে ওই পোশাক শ্রমিক মারা গেলেও শিশুটির প্রাণ রক্ষা পায়। সোমবার (০৩ আগস্ট) বেলা ৩টার দিকে রাজধানীর বনানীতে সৈনিক ক্লাব সংলগ্ন রেললাইনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহত সুমনের (৪০) সহকর্মী মো. হারুন জানান, আনুমানিক বেলা ৩টার দিকে চলন্ত ট্রেনের লাইনে এক শিশুকে হাঁটতে দেখেন পোশাক শ্রমিক সুমন। দেখা মাত্রই শিশুটিকে উদ্ধার করতে ছুটে যান তিনি। এ সময় ট্রেনের তলায় তার দুই পায়ের গোড়ালি কাটা পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সুমন ময়মনসিংহের নান্দাইল থানার মাদারনগর গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি বনানীর কড়াইল বস্তিতে থাকতেন। ম্যাডোনা ফ্যাশন নামে একটি গার্মেন্টে লোডার হিসেবে সুমন কর্মরত ছিলেন বলেও জানান তার সহকর্মী মো. হারুন। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।