থেমেছে বৃষ্টি। ভেজা মাঠ শুকিয়ে শুরু হয়েছে খেলা। ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। প্রায় একঘণ্টা খেলা বন্ধ থাকলেও কাটা হয়নি কোনো ওভার। পুরো ৫০ ওভার করেই ব্যাট করবে উভয় দল।
ইডেনে বৃষ্টি শঙ্কা মাথায় নিয়ে গড়িয়েছিল দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। যথাসময়ে ম্যাচ শুরু করা গেলেও বিপত্তি বাঁধে ঘণ্টাখানেক পর। বৃষ্টিতে মাঠ ছাড়তে হয় ক্রিকেটারদের।
শীতল বৃষ্টিতেও মনে সুখ নেই দক্ষিণ আফ্রিকার। ব্যাটিং বিপর্যয়ে পড়েছে প্রোটিয়ারা। যেই টপ অর্ডার আসর জুড়ে ঘুম কেড়েছে প্রতিপক্ষের, তারাই কিনা জ্বলে উঠার আসল সময়ে ব্যর্থ। ১২ ওভারে মাত্র ২৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা।
১৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ৪৬ রান। হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার ব্যাট করছেন সমান ১১ রানে। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাভুমা ০, ডি কক ৪, মার্করাম ১০ ও ভেন ডুসেন ফেরেন ৬ রানে। দুটো করে উইকেট নেন স্টার্ক ও হ্যাজলউড।