মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ নাশকতার মামলায় বগুড়ার ধুনট, আদমদীঘি ও সোনাতলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৫জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।বগুড়ার ধুনট উপজেলায় জুয়েল রানা (৩১) ও আশিক রানা (৪৩) নামে দুই যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। জুয়েল রানা উপজেলার নসরতপুর গ্রামের আজিজুর রহমানে ছেলে ও চৌকিবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশিক রানা ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার মনতাজ আলীর ছেলে।মামলা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ নভেম্বর রাতে উপজেলার ধুনট-শেরপুর পাকা সড়কের উল্লাপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা জমায়েত হয়ে এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে।এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২৪ নভেম্বর বিএনপি ও জামায়াতের ৪৬ জনসহ অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে থানায় মামলা দায়ের করে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ২০২২ সালের বিস্ফোরক ও নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।এদিকে আদমদীঘি আদমদীঘিতে নাশকতা মামলায় সান্তাহার পৌর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকা স্মৃতি সংসদের আহবায়ক আতোয়ার রহমানকে সন্ধিহানভাবে গ্রেফতার করেছে থানা পুলিশ।গত সোমবার, ১৩ নভেম্বর/২০২৩ সকালে তাকে গ্রেফতার করা হয়। তিনি আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে। গত ৮ নভেম্বর দিবাগত রাতে আদমদীঘি উপজেলার পূর্ব ঢাকারোড এলাকায় আওয়ামীলীগ অফিসে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে।এই মামলায় বিএনপির ৫৯ জনের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা হয়। এই মামলায় ইতিপুর্বে মোস্তাফিজুর রহমান ও ফাইম হোসেন নামের দুইজনসহ একই দিন গত সোমবার, ১৩ নভেম্বর/২৩ আতোয়ার রহমানসহ তিনজনকে গ্রেফতার করা হলো। আদমদীঘি থানায় অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন আতোয়ার রহমানকে সন্ধিহানভাবে গ্রেফতার করা হয়েছে।অপর দিকে সোনাতলা বগুড়ার সোনাতলা উপজেলায় বালুয়া ইউনিয়ন বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।আটককৃতরা হচ্ছে উপজেলার বালুয়া ইউনিয়নের কুশারঘোপ গ্রামের মৃত মতিয়ার রহমান মন্ডলের ছেলে ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক (৪৬) ও বালুয়া ইউনিয়ন বিএনপি’র কর্মী বড়বালুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ মন্ডলের ছেলে মহিদুল হাসান (৪৭)।অপরদিকে সোনাতলা পৌর এলাকার গড় চৈতন্যপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে আমিনুল ইসলামকে (২৫) গ্রেফতার করে পুলিশ জেলহাজতে প্রেরণ করেছে।