গাজীপুর: গাজীপুর আইনজীবী সমিতির ভবণে নিজ চেম্বার হতে আটক হলেন যুবদলের সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম রফিক।
যুবদল গাজীপুর জেলার আহবায়ক আতাউর মোল্লা জানান, এডভোকেট রফিকুল ইসলাম রফিক যুবদলের গাজীপুর জেলা শাখার সদস্য সচিব।
গ্রেফতারকৃত এডভোকেট রফিকুল ইসলাম ইসলাম রফিক (৫০) কালিয়াকৈর সদর উপজেলার বাসিন্দা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী যুবদল গাজীপুর জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিককে গাজীপুর জজ কোর্টের আইনজীবী সমিতির ভবণ সংলগ্ন তার নিজ চেম্বার থেকে সন্ধ্যায় সাদা পোশাকে দুই তিন জন পুলিশ এসে গাড়িতে ওঠিয়ে নিয়ে যায়।
গাজীপুর মহানগর সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, এডভোকেট রফিকুল ইসলাম রফিক নামে কাউকে গ্রেফতার করা হয়নি।
কালিয়াকৈর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ সাব্বির রহমান গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেছেন, মৌচাক ফাঁড়ি পুলিশ রফিক নামে একজনকে গ্রেপ্তার করেছে।