পুরো আসরেই ব্যর্থ ছিলেন বাংলাদেশি ব্যাটাররা। বিশেষ করে ওপেনিং জুটি ব্যর্থতার মিছিলে ঘুরপাক খাচ্ছিল বার বার। তবে চ্যাম্পিয়নস ট্রফির আশা বাঁচাতে শেষ ম্যাচে এসে কিছুটা হলেও আলো ছড়ালেন তারা। উদ্বোধনী জুটির পর দারুণ ব্যাটিং করেছেন মিডল অর্ডার ব্যাটাররাও। শেষদিকে মেহেদি হাসান মিরাজের কার্যকরী ইনিংসে ভর করে চলমান বিশ্বকাপে প্রথমবার সংগ্রহ তিনশ পেরিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩০৬ রান তুলেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে। তাছাড়া ৪৫ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। অজিদের হয়ে ৩২ রানে ২ উইকেট শিকার করেছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।