বগুড়া জেলার শেরপুরে নাশকতার মামলায় আটক ২

রাজশাহী

মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়া জেলার শেরপুরে নাশকতার মামলায় দুই জনকে আটক করেছেন শেরপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, বিএনপি নেতা আবদুর রাজ্জাক (৪৮) ও ছাত্রদল নেতা আলামিন হোসেন (২৩)।গত বুধবার, ৮ নভেম্বর/২০২৩ দুপুরে তাদেরকে আটক করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিবরণীতে জানা যায়, সারা দেশব্যাপী বিএনপি’র ডাকা টানা অবরোধ কর্মসূচি পালনের অংশ হিসেবে বগুড়ার শেরপুরে কর্মসূচি পালন করছে শেরপুর উপজেলা ও পৌর বিএনপি। গত বুধবার,৮ নভেম্বর/২৩ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও ভবানীপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করা কালে পূর্বের মামলায় তাদেরকে আটক করে থানা পুলিশ।শেরপুর থানার এসআই সাঈফ আহমেদ জানান, ২০২২ সালের ১৭ নভেম্বরে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তাদেরকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *