চলমান অবরোধের মধ্যে যারা সহিংসতা, নাশকতা করছে, যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, তাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (৬ নভেম্বর) ডিএমপির সঙ্গে পেট্রোল পাম্প মালিক সমিতির নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলা এ সভায় ডিএমপি কমিশনার বলেন, বিভিন্ন স্থানে যারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, সহিংসতা-নাশকতা করছে তাদের অনেককে আমরা হাতেনাতে ধরেছি। অনেককে স্থানীয়রা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন। তবে অন্য যে কেউ ধরিয়ে দিতে পারলে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
তিনি আরও বলেন, গাড়িতে অগ্নিসংযোগকারীদের কেউ ধরিয়ে দিতে পারলে তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
থানার কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, যেসব থানা এলাকায় পেট্রোল পাম্প রয়েছে, ওই থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিনে একবার পেট্রোল পাম্প পরিদর্শন করবেন। পেট্রোল পাম্পগুলোর সঙ্গে পুলিশে সম্পর্ক বাড়াতে হবে। যোগাযোগটা সবসময় রাখতে হবে।
এ সময় নিকটস্থ থানার ওসি ও ডিউটি অফিসারের নম্বর পেট্রোল পাম্পে রাখার মালিকদের অনুরোধ জানান কমিশনার।