সৌদি আরব ব্যুরো চীফ
রিয়াদঃ “দালাল হটাও ক্রিকেট বাচাও” শ্লোগানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতৃক আরোপিত সাবেক বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের শাস্তি কমানোর দাবিতে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা গোল্ডেন টিউলিপ হোটেলে শুক্রবার সন্ধ্যায় এক প্রতিবাদ সভার আয়োজন করে সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট মামুনুর রশিদের পরিচালনায় প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাংবাদিক মোহাম্মদ আল-আমীন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট বাংলা ভাষী, নুরুল আনোয়ার, নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়, সাইফুল ইসলাম অপূর্ব, জহির উদ্দিন মনির, শাহপরান মিঠু।
এসময় অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহমুদ ,নুরুল আফসার রাসেল, মোঃ আলম, আব্দুল্লাহ ফারুক, ফারুক আহমেদ দুলাল, নাসির বিন ইওনুস, আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আইসিসি ওয়ার্ল্ড র্যাংকিংয়ে বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় সাকিব তার জায়গাটি দীর্ঘদিন ধরে রেখেছিল। বর্তমানে সাকিব আল হাসান বিশ্বের সেরা তিন নাম্বার অলরাউন্ডার। যে স্থানে অতীতে বাংলাদেশের কোন খেলোয়াড় যেতে পারেনি।
তারা আরও বলেন, মানুষই ভুল করে। আর সাকিব যেহেতু একজন মানুষ তাই তার ভুল করা অস্বাভাবিক কিছু নয়। তার মানে এই না যে সে ভুলের কারনে দেশের ক্রিকেটকে পঙ্গু করে দিয়ে তাকে ছয় মাসের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দিতে হবে।
সাকিব ৬ মাস মাঠের বাহিরে থাকলে সে কখনো আগের সে সাকিব হয়ে ফিরতে পারবেনা। আর সাকিবের অবস্থান ধরে রেখে বাংলাদেশ ক্রিকেটের মান রাখার মতো এখন তেমন কেও নেয় বলেও মত দেন বক্তারা।
তাই অবিলম্বে সাকিবকে দেশের স্বার্থে ক্রিকেটের স্বার্থে মাঠে দেখার দাবি জানান সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত প্রতিবাদ সভার বক্তারা।