রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদ এলাকায় তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ওই তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আগুন দেয়ার এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে কয়েকজন যুবক এসে বাসে আগুন দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার তিন জায়গায়ই ফায়ার সার্ভিসের দু‘টি করে ইউনিট কাজ করছে। হতাহতের বিষয়ে এখনই কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন ।
রোজিনা আক্তার বলেন, সন্ধ্যার পর আমাদের কাছে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেট এলাকায় পৃথক দুটি পাশে অগ্নিসংযোগের সংবাদ আসে। রাত ৭টা ৩০ মিনিটের দিকে গাউছিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক পরিবহনের একটা যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দু’টি ইউনিট কাজ করে ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে।