গাজীপুর: গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মো. শামীমকে (২৮) ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শামীমের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার হরতুকির টেক গ্রামে। তার বাবার নাম আব্দুল মজিদ। গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম বলেন, শ্রীপুরের বেলদিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে চম্পা আক্তারের (২০) সঙ্গে শামীমের বিয়ে হয়। বিয়ের পর থেকে শামীম চম্পাকে বিভিন্ন সময় শারিরীর ও মানসিক ভাবে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে চম্পা তার বাবার বাড়ি চলে যান। পরে মারপিট করবেন না মর্মে স্থানীয় সালিশের মাধ্যমে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন। ২০১১ সালের ৫ জানুয়ারি রাতে শামীম তার বসত ঘরে গলায় গামছা পেঁচিয়ে চম্পাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে চম্পার বাবা দুলাল মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। কোর্ট ইন্সপেক্টর আরও বলেন, শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতালেব মিয়া মামলার তদন্ত শেষে ওই বছরের ২৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে শুনানি শেষে বৃহস্পতিবার (৩০ জুলাই) গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল স্বাক্ষ্য প্রমাণ শেষে অভিযুক্ত শামীমকে ফাঁসিতে ঝুঁলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর এবং ১০ হাজার টাকা জরিমানার রায় দেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহমেদ এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন মো. সাহাব উদ্দিন মোড়ল।