ষ্টাফ করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: গাজীপুর সিটিকর্পোরেশনের(জিসিসি) নারী কাউন্সিলরের সন্ধান নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। মিডিয়া,পুলিশ ও কাউন্সিলরদের বক্তব্যের কোন মিল না থাকায় বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।
শুক্রবার রাত ১০টার থেকে তিনি নিখোঁজ হন। ১১টার পর পুলিশ ওই কাউন্সিলরকে খুঁজে পেতে অভিযান শুরু করে।
শনিবার বেলা সোয়া ১টায় জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, দিনাজপুরে ভিকটিমের সন্ধান পাওয়া গেছে মর্মে সংবাদ আছে। আামদের একটি টিম রওনা হয়েছে। ফিরে আসার পর বোঝা যাবে।
একটি সরকারী গোয়েন্দা সূত্র ও দায়িত্বশীল সূত্র জানায়, দিনাজপুর জেলার চিরির বন্দর এলাকা থেকে অপহৃত কাউন্সিলর পারভিন আক্তার উদ্ধার হয়েছেন। সরকারী আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না।
তবে জিসিসির কাউন্সিলর মাহবুবুর রহমান খান শিপু বেলা পৌনে ২টায় গ্রাম বাংলাকে বলেছেন, কাউন্সিলরের সন্ধান নিয়ে গুঞ্জন রয়েছে। আমরা এখনো নিশ্চিত নই।
এদিকে বেলা ১১টায় গাজীপুর সিটিকর্পোরশেনের নারী কাউন্সিলর পারভিন আক্তার অপহরণের প্রতিবাদে নিজ এলাকা পানিশাইলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
জানা যায়, জিসিসির ১,২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পারভিন(২৫)। তিনি আওয়ামীলীগ সমর্থিত। শুক্রবার রাত ৮টায় কাশিমপুর এলাকায় একটি বিচারে যেতে বাসা থেকে রওনা হন তিনি। বিচার শেষে সবাই বাসায় চলে গেলেও পারভিন ফিরেননি। পারভিনের বাসা থেকে বিচারস্থলে খোঁজ নিয়ে জানা গেছে, বিচার শেষে কাউন্সিলর নিজ বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু তিনি বাসায় পৌঁছেন নি।
সূত্র জানায়, অনেক খুঁজাখুজির পর বিষয়টি পুলিশকে জানানো হয়। রাত ১১টার পর পুলিশ নিঁখোজ নারী কাউন্সিল পারভিন আক্তারকে খুঁজতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।