বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শ্যামলীতে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে বাসটিতে আগুন দেয় তারা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার ইমরুল এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়ে নেমে যায় তারা। সবার সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’